মো. জাকির হোসেন :: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, সরকার পতনের এক দফার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। জালিম সরকারের জুলুম, অত্যাচার, নির্যাতন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে মানুষ আজ দিশেহারা। আজ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আজ আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া ছাড়া কোন বিকল্প রাস্তা নেই।
মঙ্গলবার বিকেলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এডভোকেট আব্দুস সালাম, মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন শাহিন, ফারুক হোসেন খান, আব্দুস সালাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল, মনির হোসেন, আলী আহমেদ টুকু, পূবাইল থানা থানা যুবদলের সদস্য সচিব আবুল হোসেন, রফিকুল ইসলাম রিপন, নাজমুল আলম মিঠু, রাতুল ভূঁইয়া, প্রত্যয় বেপারী, শামীম আহমেদ, সোলেমান সরকার প্রমুখ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার মুক্তি, সুস্থতা ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে মসজিদের খতিব হাফেজ মাওলানা আসিফ বিন হারুন।