টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর প্রত্যাশা মাঠ সংলগ্ন তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের নাম পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তার নাম আয়নবী (৩১)। গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট-সিআইডি সোমবার তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহতের নাম পরিচয় শনাক্ত করেন।
নিহত আয়নবী শেরপুর জেলার ঝিনাইগাতী থানার দড়িকালিনগর গ্রামের সামিউল ইসলামের ছেলে। তিনি ঢাকার আশুলিয়ার আয়তা মাদবর বাড়ি এলাকায় বসবাস করে সাব-কন্ট্রাক্টে পোশাক তৈরির ব্যবসা করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম।
তিনি জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই অজ্ঞাত যুবকের নাম পরিচয় শনাক্ত করা হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি হত্যা না অন্য কিছু তা উদঘাটনে পুলিশ গুরুত্বসহকারে কাজ করছে।
প্রসঙ্গত, গত রোববার বিকেলে প্রত্যাশা মাঠ সংলগ্ন তুরাগ নদে ওই লাশটি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। টঙ্গী নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। একপর্যায়ে নৌ-পুলিশ নিহতের লাশ পশ্চিম থানা পুলিশে হস্তান্তর করেন। পরে পিবিআই ও সিআইডি নিহতের লাশের বিভিন্ন আলামত সংগ্রহ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পরিচয় নিশ্চিত হয়।