
বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ১৮ দিন পরে উপজেলার নবারুন সার্ভে ইন্সটিউিট এর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৮ম সেমিস্টারের ছাত্র হৃদয় কবিরাজের অর্ধগলিত মরদেহ শুক্রবার(২৮ জুলাই) দুপুর বারটায় অলিপুরা এলাকার ওয়াবদার খালের কচুরিপানার ভিতর থেকে উদ্ধার করেছে পুলিশ। নারী ঘটিত কারনে এ হত্যাকান্ড হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারনা করেছে পুলিশ। ওই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
সূত্র জানায়, বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের হরেন্দ্র কবিরাজ ও অরুন বালার একমাত্র পুত্র হৃদয় কবিরাজ চলতি মাসের ১২ জুলাই নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে পরিবারের লোকজন বিভিন্নস্থানে তাকে খুঁজতে থাকে। সন্ধান না পেয়ে ১৩ জুলাই বাউফল থানায় নিখোঁজের কথা উল্লেখ করে একটি সাধারণ ডায়রী করেন হরেন্দ্র কবিরাজ। অভিযোগের ১৮ দিনের পরে অলিপুরা দাশপাড়া নামকস্থানের বাউফল নওমালা খালের কচুরিপানার ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে বাউফল থানা পুলিশ। এর আগের দিন বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান তিনটার দিকে হৃদয় কবিরাজের ব্যবহৃত গাড়ীটি মরদেহ থেকে ৩শত গজ দূরে একই খালের ভিতর থেকে আটক জাফর খান এর ভাষ্যমতে জব্দ করা হয়। নিহত হৃদয় কবিরাজকে হত্যার ঘটনায় একই ইউপির পার্শ্ববর্তী ওয়ার্ডের হাসেম খান এর ছেলে জাফর খান সহ আরও একজনকে আটক করেছে পুলিশ। বাউফল থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক জানান, ভিকটিমের পরিবার মামলা দিলে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে এবং ঘটনার সাথে জরিত বাকিদের দ্রত আইনের আওতায় নিয়ে আসা হবে।