
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কলেজ ছাত্র হৃদয় কবিরাজ(২২) এর হত্যাকারী জাফর ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
শনিবার (২৯জুলাই) দুপুর ১২ টায় বাউফল রেজিষ্ট্রি অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাউফল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাউফল প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধনে সমবেত হয়। এসময় মানব বন্ধনে বক্তব্য রাখেন, নিহত হৃদয়ের বাবা হরেন্দ্র কবিরাজ, মা নমিতা রানী, বোন অনামিকা কবিরাজ, সজল চন্দ্র শীল সহ তার বন্ধু মহল।
মানববন্ধনে নিহত হৃদয়ের বাবা হরেন্দ্র কবিরাজ বলেন, তার মত আর কোন বাবা – মা যাতে পুত্র হারা না হয়। তিনি আটক খুনি জাফর সহ হত্যায় জড়িতদের দ্রুত ফাঁসি দাবি করেন।