
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার নবাগত ইউএনও মোঃ বশির গাজী‘র সাথে উপজেলার মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৩০জুলাই) সোমবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের চিফ পলিটিক্যাল মটিভেটর বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা প্রশাসক মোঃ বশির গাজী‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রতীক কুমার কুন্ড, মুক্তিযুদ্ধকালীন বাউফল থানা কমান্ডার আবদুল বারেক মিয়া, বাউফল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, রফিকুল ইসলাম, অধীর রঞ্জন দাস প্রমুখ। বক্তাগন বলেন বাউফল উপজেলায় ৪৯৭জন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার মধ্যে বর্তমানে ২৫৫জন মুক্তিযোদ্ধা বেচে আছেন। এসব মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মুক্তিযোদ্ধা বান্ধব শেখ হাসিনার সরকারের প্রতি কৃতজ্ঞতা, আস্থা ও সমর্থন রয়েছে। মুক্তিযোদ্ধাদের ৩০০টাকা ভাতা থেকে শুরু করে ২০হাজার টাকা, পুনর্বাসনের জন্য ১৮লক্ষ টাকা ব্যায়ে বসতভিটা নির্মান, সর্বোচ্চ সুবিধায় ৫লক্ষ টাকা ব্যাংক লোন সহ বিভিন্নভাবে সম্মান দিয়ে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছে। সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়ার সঞ্চালনায় এ সময় মুক্তিযোদ্ধাদের সন্তান, স্ত্রী পুত্র সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।