
টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে লাশটি সন্ধান পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার বিকেলে হোসেন মার্কেট এলাকার পূর্ব পাশে সদ্য ভুমিষ্ট একটি মেয়ে নবজাতকের কাপড়ে মোড়ানো লাশ সবার অগোচরে মহাসড়কের পাশে কে বা কারা ফেলে রেখে যায়। পরে কাপড় সরে গেলে স্থানীয়রা নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশরাফুল ইসলাম বলেন, লাশটির উদ্ধার শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তবে কে বা কারা মৃত নবজাতকে ফেলে গিয়েছে , তা নিশ্চত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।