টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের কারাদন্ডের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল করেছে পূর্ব থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বিকেল পাচঁটার দিকে টঙ্গীবাজার সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ শেষে টঙ্গীব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, সহ-সভাপতি আমান গাজী, সঞ্জিত কুমার দাস, সিরাজুল ইসলাম সাথী, শিশির সরকার, ইসমাইল হোসেন নিরব, আসাদুজ্জামান, মাসুদ চৌধুরী, শুক্কুরসহ টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।