
টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর নতুন বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,চাঁদপুর জেলার সদর থানার নাজির পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে রাসেল(২২),হবিগঞ্জ জেলার বাহুবল থানার বানিয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে হোসেন(২১), ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আন্ধারকোটার মৃত শাহাজাহানের ছেলে সজল(২৫)।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে টঙ্গীর নতুন বাজার এলাকায় একদল ছিনতাইকারী ছিনতাই করছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে তাদের তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু,একটি সুইচ গিয়ার ও একটি চাপাতি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা টঙ্গীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশরাফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।