ব্রেকিং নিউজঃ

পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসি’র শুভেচ্ছা বিনিময় 

 পূবাইল (গাজীপুর) প্রতিনিধিঃ পূবাইল মেট্রোপলিটন থানার সুশীল সমাজ ও সর্বসাধারণের চাহিদার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত পূবাইল সাংবাদিক ক্লাব,পূবাইল মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান পূবাইল সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ।
(০৩ আগস্ট) বৃহস্পতিবার রাতে পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ রবিউল আলম এর নেতৃত্বে পূবাইল সাংবাদিক ক্লাব এর সদস্যগন এ শুভেচ্ছা বিনিময় করেন।
নবাগত ওসি মোঃ শফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের সহযোগিতা পেলে পূবাইল মেট্রোপলিটন থানা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং চাঁদাবাজি ও দালাল মুক্ত করব ইনশাল্লাহ।’ ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সাংবাদিকবৃন্দের সহযোগিতা কামনা করেন এবং পূবাইল থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবার প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন,অত্র ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাকিল। সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন সরকার।কোষাধ্যক্ষ এইচ এম নুরুল হক বাবু। মহিলা সম্পাদিকা কবিতা ইসলাম  কার্যনির্বাহী সদস্য রাকিবুল ইসলাম ও আসিফ রায়হান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*