ব্রেকিং নিউজঃ

টঙ্গীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে আটটায় দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুরের দত্তপাড়া এলাকার মৃত লতিফ শিকদারের ছেলে  জুয়েল শিকদার (৩০) ও একই এলাকার জালাল উদ্দিনের ছেলে শামসুদ্দিন সরকার শামসুল(৩২)। তারা টঙ্গীর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক কারবার পরিচালনা করতেন।
শুক্রবার দুপুরে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো আশরাফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, বুধবার রাতে টঙ্গীর দত্তপাড়া এলাকায় মাদকদ্রব্য বেচাকেনার খবর পায় পুলিশ। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় । এ সময় তার কাছে থাকা ২৫০ পুরিয়া(২০গ্রাম) হেরোইন জব্দ করা হয়। যার মূল্য ১লাখ পঞ্চাশ হাজার টাকা। পুলিশ দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের পর তাদেরকে নিয়ে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
পুলিশ আরো জানায়,তারা দির্ঘদিন যাবত হেরোইনের চালান এনে টঙ্গী ও তার আশপাশের এলাকায় বেচা-কেনা করে আসছিলেন।তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশরাফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*