ব্রেকিং নিউজঃ

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালী পৌর শহরের বাসিন্দা হওয়া স্বত্তেও শহরের অন্যান্য এলাকার মানুষের মত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা না পাওয়ায় মানববন্ধন ও গনস্বাক্ষর সংগ্রহ  করেছে বড়বাড়ি, দক্ষিণ সবুজবাগ, আরামবাগ এলাকারবাসীরা। শুক্রবার (৪ আগস্ট) দুপুর ২ টায় বড়বাড়ি জামে মসজিদ চত্বরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মোঃ কামরুল আহসান, মোঃ নজরুল ইসলাম, এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, পৌর শহরের ভিতরে থাকা স্বত্ত্বেও তাদের এলাকার বিদ্যুৎ সংযোগ জৈনকাঠী ফিডারের সাথে হওয়ার কারনে তারা নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন না। এমনকি সামান্য ঝড় বৃষ্টি বা বাতাস হলেই এসব এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। শহরে থেকেও তারা বিদ্যুৎ  সুবিধা থেক বঞ্চিত হচ্ছেন । অচিরেই এসব এলাকার বৈদ্যুতিক সংযোগ শহরের অন্য কোন ফিডারে সংযুক্ত করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান তারা। ঘন্টাব্যাপী মানব বন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি প্রদানের জন্য গন স্বাক্ষর সংগ্রহ করেন তারা। অনুষ্ঠিত মানববন্ধনে প্রায় তিন শতাধিক মানুষ অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*