
মোনায়েম খান ,নেত্রকোনা : জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারোন্স অনুষ্ঠিত হয়েছে।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহাম্মদের সভাপতিত্বে এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিমি সাহার সঞ্চালনায় কনফারেন্সে অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসাইন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার শামস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইমুন আল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তনিমা রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নুসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, জেল সুপার মো. আনোয়ারুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিন প্রমুখ। এ-সময় জেলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।