ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত 

মোনায়েম খান নেত্রকোনা : বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ৯ ঘটিকার সময় জেলা শহরের  মোক্তারপাড়া মুক্তমঞ্চে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ,পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ,জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ প্রশান্ত কুমার রায়,অধ্যাপক ভজন চন্দ্র দাস, সাবেক সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও সেখানে শ্রদ্ধা জানান।এ-সময় জেলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*