টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে টঙ্গীর বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই ব্যক্তির নাম আব্দুর সাত্তার (৪৫)। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার মৃত বাদশা মিয়ার ছেলে।
ঘটনার পর পুলিশ মধ্য রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে সাত্তার বউ বাজার এলাকার রেললাইন পাড় হচ্ছিলেন। এসময় পঞ্চগড় হতে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পর স্থানীয়রা পুলিশে খবর দিলে শুক্রবার মধ্যরাতে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ লাশটি উদ্ধার করে।
এব্যাপারে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিআরপি থানায় একটি মামলা হয়েছে।