টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো সুইচ গিয়ার ও ছুরিসহ ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে মধুমিতা রোডের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলো-মনির হোসেন (২৫), শুভ চৌধুরী (২৫), আশিক (২৬), মো. রাসেল (৩০) ও মো. রাফি (২৫)।
পুলিশ জানায়, মধুমিতা রোডের মাথায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির জন্য একদল দুর্বৃত্ত প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিত্বে টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল রাত পৌণে একটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। পরে তাদের হেফাজত থেকে একটি ধারালো সুইচ গিয়ার ও চারটি ছুরি উদ্ধার করা হয়।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, থানায় মামলা দায়ের শেষে গ্রেফতারদের গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।