টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে তিন হাজার তিনশত পিস ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার দিবাগত রাত পৌঁনে বারোটার দিকে টঙ্গীর হিমারদিঘি সাতরং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম শাকের আহমদ শাকিল(৩০)।শাকিল কক্সবাজার জেলার টেকনাফ থানার তেলিপাড়া এলাকার হ্নীলা গ্রামের মৃত হাসান সওদাগরের ছেলে।
শনিবার সকাল ১১টায় সংবাদ বিজ্ঞপ্তিতে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে পুলিশ আরো জানায়, শুক্রবার রাতে গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ )
বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর হিমার দিঘি সাতরং এলাকা থেকে শাকিলকে গ্রেফতার করে ।
পরে তার কাছে থাকা তিন হাজার তিনশত পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।যাহার মূল্য নয় লাখ নব্বই হাজার টাকা ।
পুলিশ আরো জানায়, গ্রেফতার হওয়া শাকের আহমদ ওরফে শাকিলের বিরুদ্ধে টেকনাফ
থানায় একাধিক মামলা রয়েছে।
টঙ্গী পুর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের শেষে শাকিলকে আদালতে পাঠানো হয়েছে।