
টঙ্গী (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে টঙ্গীর আমতলী কেরানিরটেক বস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আকবর আলী(৩৫) গাজীপুরের টঙ্গীর আমতলী কেরানীরটেক বস্তির আবুল কাশেমের ছেলে।
রোববার সকালে টঙ্গী পূর্ব থানার পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে আমতলী এলাকায় এক মাদক কারবারি মাদক দ্রব্য বেচাকেনা করছে এমন তথ্য পায় পুলিশ।পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।এসময় তার কাছে থাকা ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ আরো জানায়,গ্রেফতার আকবর চিহ্নিত মাদক কারবারি। সে টঙ্গীর বিভিন্ন এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলো।তাঁর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আশরাফুল ইসলাম বলেন,গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।