ব্রেকিং নিউজঃ

কলমাকান্দায় মঙ্গলেশ্বরী নদীতে ডুবে কৃষক নিখোঁজ

 

 

মোঃ জাফর উল্লাহ,কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী মঙ্গলেশ্বরী নদী থেকে পলিথিন তুলতে নদীতে ঝাঁপ দেয়ার পর এক কৃষক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ওই কৃষকের নাম চাঁন মিয়া। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের বৈঠকখালী নামক এলাকায় মঙ্গলেশ্বরী নদীতে এ ঘটনাটি ঘটে। তবে এ রিপোর্ট লিখার আগ পর্যন্ত উদ্ধারের খবর পাওয়া যায়নি কৃষক চাঁন মিয়ার। স্থানীয়রা জানান, সোমবার সকালে জমিতে ধানের চারা রোপনের জন্য চাঁন মিয়া বাড়ি থেকে বের হন সহকর্মীদের সাথে। পরে ওই নদীর ওপর নির্মিত বৈঠকখালী গ্রামে বাঁশের সাঁকো পার হওয়ার সময় চাঁন মিয়ার মাথায় থাকা পলিথিন কাগজটি পানিতে পড়ে যায়। এসময় সেটি তোলার জন্য নদীতে ঝাঁপ দেন তিনি। এরপর থেকেই নিখোঁজ রয়েছে চাঁন মিয়া। নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধারের কাজ শুরু করেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*