ব্রেকিং নিউজঃ

বাউফলে গভীর রাতে ফের দুর্ধর্ষ ডাকাতি

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে ফের দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ২ টার পরবর্তী সময়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, কর্পূরকাঠী গ্রামের মো. নজরুল ইসলাম ও তার বড় মেয়ে নুসরাত জাহান রাজধানী ঢাকায় বসবাস করেন। বাড়িতে তার স্ত্রী রুবিনা বেগম, তাদের মেয়ে রুকাইয়া জাহান ও ছেলে আবদুল্লাহকে নিয়ে বসবাস করেন। সোমবার গভীর রাতে তাদের বসতঘরের প্রধান ফটক (সদর দরজা) ভেঙে ৪ সদস্যের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এসময় তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাত দলের সদস্যরা প্রায় ৭ লাখ টাকা মূল্যের স্বর্নালঙ্কার, নগদ আনুমানিক ১ লাখ টাকা ও কিছু গুরুত্বপূর্ণ মালামাল করে নিয়ে যায়।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী মোসা. রুবিনা বেগম বলেন, ডাকাত সদস্যদের প্রত্যেকের বয়স আনুমানিক ২২-২৫ বছর হবে। আমি বাধা দিতে চাইলে তারা আমাকে মারধর করে। একপর্যায়ে তারা আমার এবং আমার সন্তানদের গলায় ছুরি ধরে হত্যার হুমকি দেয়। এর পরে প্রায় ঘন্টা ব্যাপী ডাকাতি শেষে মালামাল নিয়ে তারা বীরদর্পে চলে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আরিচুল হক বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত দুই মাসে বাউফল উপজেলায় প্রায় এক ডজন চুরি-ডাকাতির খবর পাওয়া গেছে। সূর্যমণি ইউনিয়নের একটি ডাকাতির ঘটনায় অপরাধীদের গ্রেফতার করা হলেও কমছে না ডাকাতির ঘটনা। এ নিয়ে পুরো উপজেলার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*