মোনায়েম খান ,নেত্রকোণা : ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এডিস মশা নিধনে শহরে সচেতনতামূলক প্রচারাভিযান ও লিফলেট বিতরণে অংশ নিয়েছেন জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস ।
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার, থানার মোড় সাতপাইসহ জেলা শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে করনীয় সম্পর্কে শিক্ষার্থী, ব্যাবসায়ী পথচারীদের মাঝে জনসচেতনতা বাড়াতে প্রচারাভিযান ও লিফলেট বিতরণে অংশ নিয়েছেন জেলা প্রশাসক শাহেদ পারভেছ, এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফয়েজ আহমেদ,পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম খান, সিভিল সার্জন মোঃ সেলিম মিঞা,প্যানেল মেয়র এস এম মহসিন আলম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ জানে আলমসহ অনেকেই। জমা পানিতে এডিসের লার্ভা জন্মায়। ঘরবাড়ি, বারান্দা, ছাদ, বেজমেন্ট ড্রেন, বাড়ির আশ পাশে পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমতে দেয়া যাবে না। সকলের সচেতন থাকতে হবে ও প্রতিবেশীদের ডেঙ্গুর বিষয়ে জানাতে হবে যেন কোথাও পানি না জমে। সবার মশারী টাঙিয়ে ঘুমাতে হবে।’
এডিস মশার উৎসস্থল হলো গাড়ীর পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, মাটির পাত্র, খাবারের প্যাকেট, টয়লেটে ব্যবহৃত কমোড এগুলো থেকে সবার সচেতন থাকতে হবে।