ব্রেকিং নিউজঃ

জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

 

 

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি :  বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনার মোহনগঞ্জে বিনা মূল্যে চিকিৎসা (ফ্রি মেডিকেল ক্যাম্প) সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা মূল্যে দিনব্যাপী ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ ও পিজিওথেরাপিসহ নানা রোগের চিকিৎসা দেওয়া হয়। সোমবার সকালে পৌরশহরের দক্ষিণ দেলৈতপুরে আশা স্বাস্থ্য কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়। চলে দিনব্যাপী। এতে পাঁচশত রোগীকে বিনা মূল্যে সেবা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়। আশার আঞ্চলিক ব্যবস্থাপক নজরুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন। এছাড়া আশা স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সুগন্ধা সীমানা, মেডিকেল টেকনোলজিস্ট, স্বাস্থ্যসহকারী, স্টাফসহ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহানা পারভীন আশার এ উদ্যোগের প্রশংসা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*