ব্রেকিং নিউজঃ

নেত্রকোণায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন

 

মোনায়েম খান, নেত্রকোণা :  স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ করা। সকাল ৯ঘটিকার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে চেতনার বাতিঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি, সংরক্ষিত আসনের মহিলা এমপি হাবিবা রহমা খান শেফালী, সুযোগ্য জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ,পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম খান,সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ড মোঃ নুরুল আমিন, এছাড়া সকাল ৮ঘটিকার সময় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় ও দলীয পতাকা উত্তোলন শেষে জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলামের নেতৃত্বে সহযোগী সংগঠনের অংশগ্রহণে জেলা শহরে একটি শোক র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতন, সাবেক সহ-সভাপতি লেঃ কর্ণেল আব্দুন নুর খান (অফ),জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন সুলতানা, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, নুর খান মিটু,সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন চন্দ্র সরকার, সাবেক সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল, সাবেক স্বেচ্ছসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার জহির লিটনসহ জেলা মহিলা আওয়ামীলীগ,জেলা কুষক লীগ, আওয়ামী যুবলীগ, মহিলা যুবলীগ,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জেলা ছাত্র লীগ, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধ পেশাজীবি সংগঠনের নেতা কর্মী ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরাও শ্রদ্ধা জানান। এ-সময় জেলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন । পরে জেলা শহরের পাবলিক হল মিলনায়তনে জাতির পিতার জীবন কর্মের নানা দিক তুলে ধরে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি মানুষ হিসেবে ছিলেন সকল গুণের অধিকারী। আমরা কথা ও পোষাকে নয় কাজের মাধ্যমে বঙ্গবন্ধুকে ভালবেসে স্ব স্ব অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে। বঙ্গবন্ধু বাঙালী জাতির মুক্তির বার্তা হিসেবে তিনি বাংলার মাটিতে জন্মেছিলেন, বাংলাদেশের মানুষের উন্নয়ন ও মুক্তি ছাড়া তাঁর অন্য কোন ভাবনা ছিলোনা। বঙ্গবন্ধু ছিলেন রাজনীতির কবি এবং অবিসংবাদিত জাতীয়তাবাদী নেতা। তাঁর মতো জাতীয়তাবাদী নেতা সমসাময়িক বিশ্বে ছিল বিরল। তিনি স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, বাঙালীকে স্বপ্ন দেখিয়েছেন এবং স্বাধীনতা উপহার দিয়েছেন। বর্তমান বিশ্বের তিনিই ছিলেন  বন্ধু ও বিশ্ব নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*