
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুরা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।
শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে দাউদাউ করে জ্বলে ওঠা আগুনে পুড়ে ছাই হয়েছে ২১টি পরিবারের স্বপ্ন।

এ অগ্নিকাণ্ডে প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি। কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শাজাহান বলেন, লেংগুরা বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে এসে কাজ শুরু করে। পরে ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, আগুনে পুড়ে গেছে ২১টি দোকান ঘর৷ ব্যবসায়ীদের প্রায় দুই কোটি টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে এই অগ্নিকাণ্ড বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগতে পারে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮ টার দিকে ব্যবসায়ী এনামুল হকের (পাখির) দোকান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে দেখতে পান। পরে মুহূর্তের মধ্যেই বিভিন্ন দোকানে আগুন ছড়িয়ে পড়ে। কোন দোকান থেকে মালামাল বের করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘন্টা ব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার ও উপজেলা নির্বাহীঅফিসার মোঃ আসাদুজ্জামান ঘটনা স্থল পরিদর্শন করেন। সাবেক সাংসদ মুস্তাক আহমেদ রুহি, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে বিশ হাজার টাকা করে সহায়তা করেন।