মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : রৌমারী উপজেলায় পানিতে ডুবে দৌরত আলী (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামে বৃহস্পতিবার সন্ধার দিকে। গতকাল শুক্রবার সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অজান্তে পা পিচলে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন খোজাখুজির এক পর্যায় ওই পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। সে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামের এরশাদুল হকের ছেলে বলে জানা গেছে। যাদুরচর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।