মোস্তাফিজুর রহমান তারা, রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : রৌমারী উপজেলার বিদ্যুৎ স্পষ্টে দুই সন্তানের জননী রাশেদা খাতুন (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৪ টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় ঔ বাড়িতে অটোভ্যান চার্জে থাকা অবস্থায় হঠাৎ গাড়িতে হাত দিলে তিনি বিদুৎ শোকে আটকে যায় এবং ঘটনা স্থলেই মারা যায়। তারপরেও স্বজনরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল ইসলাম তাকে মৃত্যু ঘোষনা করেন। সে রৌমারী উপজেলা দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী গ্রামের নেক্কার আলীর স্ত্রী বলে জানা গেছে। দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যান একেএম রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিক করেছে।