
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে বজ্রপাতে নিহত রাসেল হাওলাদার (২২) নামের এক জেলের লাশ কবর থেকে চুরি হয়ে গেছে। উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরব্যারেট গ্রামে শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। রাসেলের বাবার নাম ফিরোজ হাওলাদার।
জানা গেছে, প্রায় ২ মাস আগে রাসেল তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে নিহত হন । তার লাশ চরব্যারেট গ্রামের সেকান্দার আলী খলিফা বাড়ির মসজিদের পাশে দাফন করা হয়। শুক্রবার (১৮ আগস্ট) দিবাগত রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে তার লাশ চুরি করে নিয়ে যায়।
ওই গ্রামের সাবেক মেম্বার আফরোজা বানু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ চুরির পর ওই গ্রামের মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান বলেন, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।