
মোনায়েম খান ,নেত্রকোনা : জেলা আওয়ামী লীগের উদ্যোগে সূর্যোদয়ের সাথে সাথে জেলা শহরের ছোটবাজারস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে তৎকালীন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি শহীদ আইভি রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান খান রতন,জেলা আওয়ামী লীগের যগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খানম সুমি, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম,সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মজিবুল আলম হিরা, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর শহীদ, জেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান ও দেওয়ান রনি, জেলা যুব মহিলা লীগের সভাপতি অনিতা নন্দি, সাধারণ সম্পাদক সৈয়দা শামছুরনাহার বিউটি,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মারুফ হাসান খান অভ্র, জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক রইচ মোহাম্মদ হাবিব খান মুক্তি,জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন। পরে সন্ধ্যায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সকল শহীদের স্বরণে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
২০০৪ সালের এই দিনে বঙ্গবন্ধু এভিনিউ এর সামনে ”সন্ত্রাস, জঙ্গীবাদ ও দুর্নীতি বিরোধী সমাবেশ” চলাকালীন সময়ে তত্কালিন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপর বিএনপি ও জামায়াত জোট সরকার পরিকল্পিতভাবে ঘৃণিত হামলা সংঘটিত করে।
সেদিন আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। কিন্তু ২৪ জন নেতা কর্মীর অকাল মৃত্যুতে শোকে পরিণত হয় দিনটি এরকম ভয়াল ও বিভীষিকাময় দিনটি বাঙ্গালি জাতি আর দেখতে চায়না। কোন সভ্য জাতির পক্ষেই তা কাম্য নয়।
তত্কালীন বিএনপি সরকার বিচারের নাম করে তদন্ত রিপোর্টটিকে একটি হাস্যরসের পাত্রে পরিণত করেছিলেন এবং নিজেদের একটি অসভ্য রাজনৈতিক দলের প্রমাণ দিয়েছিলেন। ক্ষমতায় থাকা অবস্থায় বিরোধীদলীয় নেত্রীর উপর গ্রেনেড হামলা করে মুখে গণতন্ত্রের কথা বলা কোন সভ্য রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়। বিএনপির গণতন্ত্রের রূপরেখা এখন জনগণের কাছে পরিস্কার। সেদিনের গ্রেনেড হামলায় নিহতদের প্রতি সর্বজন শ্রদ্ধা জানান।