কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা: নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় কম্বল’সহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। সোমবার সকাল ৬টার দিকে উপজেলা সদরের রেন্ট্রিতলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন- নারায়নগঞ্জ জেলা সদরের স্ট্যালিন রায়ের ছেলে সজল রায় (৩৫) ও যশোর জেলার আ. ছালামের ছেলে মো. বিপুল হোসেন (২৮)। পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি আবুল কালাম পিপিএম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এ সময় ট্রাকটি তল্লাশি করে ৩শ ৫০ পিস কম্বল’সহ তাদেরকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লাখ ২৫ হাজার টাকা। কলমাকান্দা থানার ওসি আবুল কালাম পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় কম্বল ও ট্রাক সহ তাদেরকে আটক করা হয়। পরে মামলা দিয়ে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।