
মোনায়েম খান, নেত্রকোনা : জেলা জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব)-এর উদ্যোগে বুধবার বেলা ১১ঘটিকায় জেলা শহরের বড় বাজার সিএফসি রেস্টুরেন্টে গণমাধ্যমকর্মীদের নিয়ে যক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যক্ষা নিয়ে গণসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নাটাবের লেভেল ফিল্ড অফিসার মোঃ কামরুজ্জামান, নাটাবের জেলা সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ শাহীন, যমুন টেলিভিশনের জেলা প্রতিনিধি কামাল হোসাইন, ২১টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, এছাড়া জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।