ব্রেকিং নিউজঃ

নেত্রকোণা আটপাড়ায় মসজিদ ও কবরস্থান রক্ষার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

 

মোনায়েম খান, নেত্রকোণা :  আটপাড়া পূখলগাঁও ও সাতুয়াপাড়া গ্রামের যৌথ মসজিদ ও পুর্ব-পুরুষের কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে রোববার সকালে গণসাক্ষরের অভিযোগ দায়ের করেছে গ্রামবাসী। দুই গ্রামবাসীর উদ্যোগে রোববার দুপুরে পূখলগাঁও গ্রামের কবরস্থানের সামনে সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। গ্রামবাসীরা জানান, একটি প্রভাবশালী মহলের ক্ষমতা দেখিয়ে মৃত মফিজ ফকিরের ছেলে তামজিদ ফকির ও মৃত সোওয়াব আলী ফকিরের ছেলে দৌলত ফকির গংরা মসজিদ ও কবরস্থানের জন্য নির্ধারিত (৪০) সতাংশ স্থান পাশে দিয়ে কেটে জমি বানিয়ে দীর্ঘ দিন যাবৎ বে-আইনি ভাবে জবর দখল করে আসিতেছে। মসজিদ কবরস্থানের জমির উদ্ধারের বিষয়ে কথা বললে গ্রামবাসীকে নানা ভাবে ভয়বৃতি ও হুমকি প্রদান করছে।এদের বিচারের দাবিতে গ্রামবাসী এই মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। গ্রামবাসীর মধ্যে বক্তব্য রাখেন মোঃ মাহমুদুল হাসান, মোঃ আমির খসরু, গোলাম মোস্তুফা খোকন, মোঃ সাইফুল ইসলাম,মোঃ মিন্টু মিয়া,মোঃ মোসলিম মিয়া, মোঃ আব্দুল কাদিরসহ অনেকেই।এ ব্যাপারে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ বলেন সকলের উপস্থিতিতে আগামী কালের মধ্যে গ্রামবাসীর সমস্যা সমাধান করে দিবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*