ব্রেকিং নিউজঃ

নেত্রকোণায় সুদখোরের নির্যাতনের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

 

নেত্রকোণা প্রতিনিধি :  নেত্রকোণা সদর উপজেলার শিবপ্রসাদপুর গ্রামের নিম্ন আয়ের মানুষ সুদখোর আইনাল হক এবিসির অত্যাচার, নির্যাতনের উপযুক্ত বিচার ও শাস্তির দাবিতে সোমবার বিকালে শিবপ্রসাদপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোড়ে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবারের নারীপুরুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরিবারের মোঃ রাসেল মিয়া, মোঃ  আল আমিন মিয়া, মোঃ রুবেল মিয়া, ওয়াজেদ মিয়া,স্বপন মিয়া,মোঃ লালচান মিয়া, আল্লাদ মিয়া, আব্দুল কাদের, তাইজুল ইসলাম , নারগীস বানু, মজনু মিয়া, নুর আলম সহ অনেকে। বক্তারা বলেন, বিশ^নাথ পুর গ্রামের মৃত রাশিদের ছেলে আইনাল হক এবিসি এলাকার লোকজনকে বিভিন্ন ভাবে প্রতারনার ফাঁদে ফেলে চক্রবৃদ্ধি হারে সুদের টাকা আদায় করে। চাহিদা মতো টাকা পরিশোধ করার পরেও বাড়ি ঘর ও দোকানে হামলা করে। ভুক্তভোগী রাসেলের সাথে কথা হলে তিনি জানান দোকানে হামলা ও মারধর করে জেলহাজতে ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়েছে । সুদের টাকার জন্য শিবপ্রসাদপুর গ্রামের মৃত দুদু মিয়ার স্ত্রী কনা আক্তার জানান স্বামীর জানাযায় সুদের টাকার জন্য এবিসি বাধা দেয় পরে আওয়ামীলীগের নেতারা এসে জানাযার ব্যবস্থা করে দেন। সুদখোরের ভয়ে বাড়ি থেকে ছেলে মেয়ে পলাতক রয়েছে। কাদের মিয়া জানান মেয়ের বিয়ের দিন বাড়িতে এসে সুদের টাকার জন্য তাগাদা দেয়,এর মধ্যে সিদ্দিক মিয়ার ছেলে সোহেল মিয়া, আলা উদ্দিনের ছেলে লতিফ মিয়া, মোঃ রুস্তুম আলীর ছেলে সুজন মিয়া, গ্রামের আনিছ মিয়া বলেন, সুদখোর এবিসি ৪০ হাজার টাকার বিনিময়ে আমার কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়েছে। এর পরেও হামলা মামলার ভয় দেখাচ্ছে। দেশের চলিত আইনে ন্যায় বিচার কামনা করছে। এই ভাবে আমতলা ইউনিয়নের শিবপ্রসাদপুর গ্রাম সহ এলাকার সহজ সরল গ্রামের মানুষ এবিসির অত্যাচার নির্যাতনের শিকার হয়ে অনেকেই গ্রাম ছাড়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*