ব্রেকিং নিউজঃ

নেত্রকোনায় ভূমি অধিগ্রহণকৃত স্থানে পুনরায় দেয়াল তৈরি করে ভূমি দখলের অভিযোগ

 

নেত্রকোণা প্রতিনিধি :  সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া বাজারে ভূমি অধিগ্রহণকৃত স্থানে পুনরায় দেয়াল তৈরি করে ভূমি দখলের অভিযোগ উঠেছে মৃত আব্বাছ আলীর ছেলে বাচ্চু মিয়ার বিরুদ্ধে। এই নিয়ে সোমবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে বিশিউড়া বাজারের ব্যবসায়ী মোঃ আব্দুল জব্বার মাস্টার অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, বিশিউড়া বাজারের মধ্য দিয়ে নেত্রকোনা ঈশে^রগঞ্জ সড়কে আড়াই শতাংশ ভূমি একোয়ারের মাধ্যমে সরকার মৃত সহর আলীর ছেলে মোঃ আব্দুল জব্বার ও মৃত আব্বাছ আলীর ছেলে আমসর আলী এই দুই ব্যবসায়ীর কাছ থেকে ক্রয় করে নিয়ে যায়। এর মধ্যে বাচ্ছু মিয়ার পুরাতন দোকান ঘরটি সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আকলিমা আক্তার এসে ভেঙ্গে দেন। গত কয়েক মাসের ব্যবধানে সরকারি নির্দেশ অমান্য করিয়া বাচ্চু মিয়া ভূমি অধিগ্রহণকৃত স্থানে পুনরায় দেয়াল তৈয়ার করে। ব্যবসায়ী মোঃ আব্দুল জব্বারের দোকানের সামনে বাধা সৃষ্টি করে। এই নিয়ে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি নিয়ে কয়েকবার শালিশ হলেও কোন ধরণের সমাধান হয়নি। জমির মৌজা দক্ষিণ বিশিউড়া,সাবেক খতিয়ান নং ৫২, হাল ৩৬০ সাবেক ৩৪৮ হাল ৮০০ অধিগ্রহণ কৃত জমির পরিমান ০২.৫০, এই সম্পত্তি সরকার একোয়ার করে নিয়েছে। বাচ্চু মিয়া সরকারি ভূমিতে দেয়াল তৈয়ার করে বাজারের ব্যবসায়ী আব্দুল জব্বারের দোকানের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দেয়াল তৈরিতে নিষেধ করিলে বাচ্চু মিয়া, দোকানের মালিক ও কর্মচারীসহ অন্যান্য ব্যবসায়ীদের খুন জখমের হুমকি প্রদান করেছে। এই নিয়ে সদর উপজেলা বিশিউড়া ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সিরাজুল হক সরেজমিনে গিয়ে অবৈধ দেয়াল উচ্ছেদের জন্য বাচ্চু মিয়াকে তিনদিনের আলটিমেটাম দেন। না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। গত কয়েক সপ্তাহ হলেও বাচ্চু মিয়ার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না। ন্যায় বিচারের আশায় মোঃ আব্দুল জব্বার মাস্টার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দায়ের করেন। এই নিয়ে বাচ্চু মিয়ার সাথে ফোনে যোগাযোগ করতে চাইলে ফোন বন্ধ পাওয়া যায়। অভিযোগের ব্যপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*