মদন (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার মদনে হারুন অর রশিদ (৫০) নামের এক ব্যবসায়ীকে মারপিট করে নগদ টাকা ও মোবাইল ফোন চিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযুক্ত ফয়সাল আহমেদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলার কাইটাইল ইউনিয়েনের কেশজানি গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, হারুন অর রশিদ উপজেলার কাইটাইল ইউনিয়েনে বয়রাহালা বাজারে মোবাইল ব্যাংকিং (নগদ, বিকাশ) ও ব্রয়লার খাদ্যের দোকান পরিচালনা করেন। প্রতিদিনের ন্যয় মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাইনাইকেল যোগে নিজ বাড়ী কেশজানির দিকে রওনা হয়। পথে উজ্জলের বাড়ির পাশের রাস্তায় কয়েকজন দুর্বৃত্ত তার পথ রোধ করে। এ সময় হারুন অর রশিদের মাথা ফাটিয়ে তার সাথে থাকা মোবাইল ফোন ও নগদ ৯৫ হাজার টাকা নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকায় ফযসাল আহমেদ নামের এক যুবককে আটক করে। আটক ফয়সাল আহমেদ উপজেলার জয়পাশা গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তাওহীদুর রহমান বলেন, মঙ্গলবার রাতে কেশজানির এক ব্যবসায়ীকে মারধর করে টাকা,মোবাইল ফোন চিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় ফয়সাল নামে একজনকে আটক করে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।
মদনে আওয়ামী সেচ্ছাসেবকলীগের কর্মীসভা
মদন (নেত্রকোনা) সংবাদদাতা: বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের মদন উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি লিটন বাঙ্গালীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার খান এখলাছ,সাংগঠনিক সম্পাদক রহুল আমিন, সেচ্ছা সেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে কামাল,সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক টিপু মিয়া সোহাগ,যুগ্ম-আহবায়ক ইমরান,সাদ্দাম,পিপুল,আশিক, ওলামা লীগের সভাপতি হাবিবুর রহমান সঞ্জু,সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,কলেজ শাখার আহবায়ক এস এম আকরাম হাসান প্রমূখ।