
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে মোঃ মোসলেম উদ্দিন আকন নামের এক ব্যবসায়ী ও তার ছেলেকে থানায় ডেকে নিয়ে চাঁদাবাজির মামলায় আসামী করে জেল হাজতে পাঠানোর হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে বাউফল থানার ওসি আরিচুল হকের বিরুদ্ধে। এব্যাপারে ওই ব্যবসায়ী গতকাল বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে এক লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে মোসলেম উদ্দিন আকন উল্লেখ করেন, বুধবার (২০ সেপ্টেম্বর) তার ভাই বাছেত আকন ও ভাইর মেয়ে বদরুন্নাহার দাশপাড়া মৌজার জেএল নং ১২৩ খতিয়ান নং ১২৯ ও ১৬৯ নং দাগের তার ১ শতাংশ জমি জোর পূর্বক দখল করে বাথরুম, পানির লাইন ও এসির পানির লাইন নির্মাণের চেষ্টা করলে তিনি ও তার ছেলে নাজমুল বাধা দেন। এরপর ওই দিন রাতে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক তাকে ও তার ছেলেকে থানায় ডেকে নিয়ে ওই নির্মাণ কাজে পুনরায় বাধা দিলে তাকেসহ তার ছেলে ও মেয়েকে চাঁদাবাজির মামলায় আসামী করে জেলহাজতে পাঠিয়ে দেয়ার হুমকি দেন। বর্তমানে ওই ব্যবসায়ী তার পরিবার নিয়ে ভীতসন্ত্রস্ত দিন কাটাচ্ছেন।
এ ব্যাপারে ওসি এটিএম আরিচুল হক বলেন,‘ আমি এ ভাবে বলিনাই। বলেছি আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। আমি কোটে রিপোর্ট দাখিল করলে আপনার দৌঁড় ঝাপের মধ্যে থাকতে হবে।’