ব্রেকিং নিউজঃ

টঙ্গীতে কিশোরীকে ধর্ষণ,যুবক গ্রেফতার

টঙ্গী গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার রাত আটটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার তিনদিন পর কিশোরীর মা বাদি হয়ে থানা একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় অভিযুক্ত যুবক সাব্বির দেওয়ানকে(২১) গ্রেফতার করেছে পুলিশ। সাব্বির টঙ্গী এরশাদ নগর এলাকার চার নং ব্লকের আব্দুল করিমের ছেলে।
পুলিশ নির্যাতিতা কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহামদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পরিবারের বরাত দিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) এম সাফায়ত ওসমান বলেন, নির্যাতিতার পরিবারের সাথে অভিযুক্ত সাব্বিরের সম্পর্ক ছিলো।কিশোরী মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন তার মা।সাব্বির প্রায়ই তাদের বাসায় যাতায়াত করতেন।গত শনিবার সাব্বির কিশোরদের বাসায় যান।পরে বাসায় একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।রাতে পরিবারের সদস্যরা বাসায় গেলে কিশোরী ঘটনাটি তাদের জানায়।পরে মঙ্গলবার সকালে কিশোরী মা বাদি হয়ে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত সাব্বিরকে গ্রেফতার  করে।
টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মুস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বুধবার দুপুরে  আদালতের  পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*