ব্রেকিং নিউজঃ

প্রধানমন্ত্রীকে হুমকীদাতা বিএনপি নেতা চাঁদ কারাগারে

 

 

মোনায়েম খান, নেত্রকোনা : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নেত্রকোনায় করা ৪টি মামলায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় আদালতের বিচারক মোঃ কামাল হোসাইন জিজ্ঞাসাবাদ শেষে জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্ঝামান নেত্রকোনা কোর্ট পুলিশের সহায়তায় বিএনপি নেতা চাঁদকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করেন। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে করা ৪টি মামলায় আবু সাইদ চাঁদকে জিজ্ঞাসাবাদ শেষে আদালত জামিন না মঞ্জুর করে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান।
চলতি বছরের ২৩ মে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুর রহমান ভিপি লিটন এবং ২৪ মে জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজলসহ চার জন এই মামলা দায়ের করেন। মামলায় আবু সাইদ চাঁদকে প্রধান আসামি করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়,গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহŸায়ক আবু সাইদ চাঁদ জেলার পুঠিয়া এলাকায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে বলে বক্তব্যে উল্লেখ করেন। যা প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির জন্য মর্যাদা হানিকর এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। বাদী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মহিদুবুল ইসলাম লিটন,

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*