কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতাঃ নেত্রকোনার কলমাকান্দায় গলায় ফাঁস দেয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তার নাম বিজয় দেবনাথ (২৮)। পুলিশের ধারণা, ওই যুবক আত্মহত্যা করেছেন। তিনি পেশায় একজন ফার্মাসিস্ট ছিলেন।
শনিবার দুপুরে কলমাকান্দা সদরের উপজেলা মোড়ে একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান পুলিশ। তিনি খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় থানার বীরেন্দ্র কুমার নাথের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজের সুবাদে কলমাকান্দায় তার প্রথম পোস্টিং হয়। পুলিশ ধারণা করছে তিনি আত্মহত্যা করেছেন। শনিবার ভোরে এ ঘটনা ঘটতে পারে।
কলমাকান্দা থানার (ওসি) আবুল কালাম পিপিএম বলেন, ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।