মোনায়েম খান, নেত্রকোনা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্লোগান আজি বাংলাদেশের হৃদয় হতে” বাংলাদেশ ভারত সম্প্রতি পরিষদের উদ্যোগে দইদিন ব্যাপী উৎসবের প্রথম দিন মঙ্গলবার সকালে জেলা শহরের পাবলিক হল মিলনায়তনে এই প্রথম স্বাধীনতার ৫২ বছরের মধ্যে নেত্রকোনায় বাংলাদেশ ভারত সম্প্রতি উৎসব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভারত সম্প্রতি পরিষদ জেলা শাখার সভাপতি কেশব রঞ্জন সরকার, অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ ভারত সম্প্রতি পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্ঠা বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড.স্বপন কুমার দত্ত,সাবেক উপাচার্য বিশ^ভারতীয় বিশ^বিদ্যালয় ,শান্তিকনিকেতন ভারত, সাবেক সংসদ সদস্য জননেতা ছবি বিশ^াস, বীরমুক্তিযোদ্ধা জননেতা মমতাজ হোসেন চৌধুরী মহাসচিব বাংলাদেশ ভারত সম্প্রতি কেন্দ্রীয় পরিষদ, সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-পরিচালক ফজলুর রহমান সরকার, জাতীয় কবি কাজি নজরুল ইসলামের পরিবারের সদস্য সোনালী কাজি, উৎসবের গ্রহ্ননা পরিকল্পনা ও পরিচালনায় চিত্রনির্মাতা এসবি বিপ্লব , বাংলাদেশ ভারত সম্প্রতি পরিষদ জেলা শাখার সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবীর লিটন প্রমুখঃ উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বাংলাদেশ ভারত সম্প্রতি পরিষদের সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ ,অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন শাম্বতী গুহ, দূরদর্শন ও আকাশবাণী শিল্পী ভারত, উৎসবে বাংলাদেশ ভারত অতিথি ও শিল্পীবৃন্দদের নিয়ে আলোচনা সভা ,সেমিনার ,কবিতা,পাঠের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বাংলাদেশ ভারত উৎসবটি মিলন মেলায় পরিণত হয়। দুইদিন ব্যাপী অনুষ্ঠানস্থলে স্টলসহ নানা আয়োজন করা হয়েছে।