কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুজ্জামান খোকন। মঙ্গলবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের ডাইয়া বাজার নিজ এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি প্রার্থীতা ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি প্রার্থিতা ঘোষণা করায় নির্বাচনে নতুন আমেজ সৃষ্টি হয়েছে। এসময় তাকে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। এছাড়াও সংবাদ সম্মেলনে শত শত লোকজন অংশ নেন। সংবাদ সম্মেলনে রফিকুজ্জামান খোকন নির্বাচনে জয়ী হয়ে যা যা করবেন তার সংক্ষিপ্ত কিছু লক্ষ্যের কথাও বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মানুষ আবার নৌকায় ভোট দেবে। আমি আ.লীগের মনোনয়ন পেলে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার একজন সৈনিক হয়ে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাবো।