মোনায়েম খান ,নেত্রকোনা : জেলার সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ ও রৌহা ইউনিয়ন পরিষদের এই দুই ইউনিয়নের দুই জনপ্রিয় চেয়ারম্যানের মৃত্যুতে সদর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার দিনগত রাত আনুমানিক ১০ঘটিকার সময় সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ আলী আহসান সুমন (৪৬)হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই দিকে সোমবার দুপুর ১.৩০ ঘটিকার সময় রৌহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাশিদ (৮০) ঢাকার ধানমন্ডি আনোয়ার খান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন । এই দুই জনপ্রিয় চেয়ারম্যানের মৃত্যুর খবর শুনে জেলা উপজেলায় ও ইউনিয়নের গণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এই নিয়ে শোকবার্তা জানিয়েছেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ সুধী মহলের নেতৃবৃন্দ।