মোনায়েম খান, নেত্রকোনা : ‘কর্মক্ষেত্রে আপনার চোখকে ভালবাসুন’ এই প্রতিপাদ্যেকে সামনে নিয়ে বৃহস্পতিবার সকাল ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে নেত্রকোনা বিএনএসবি চক্ষু হাসপাতাল এই বর্ণাঢ্য র্যালীর আয়োজন করে। র্যালীটি সদর উপজেলা পরিষদ থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় দত্ত উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা বিএনএসবি চক্ষু হাসপাতালের পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিয়র রহমান তালুকদার, জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সিনিয়র সাংবাদিক ও জনউদ্যোগের ফেলু শ্যামলেন্দু পাল, বিএনএসবি’র ডাঃ রেজাউনুর রহমান, ক্যাম্প অর্গানাইজার মোঃ আব্দুল হাকিম, অপথালমিক এসিস্ট্যান্ট মোঃ মনির হোসেন বরুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ র্যালীতে উপস্থিত ছিলেন। প্রতি বছর বিশ্ব দৃষ্টি দিবস অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার বৈশ্বিক প্রেক্ষাপটে অন্ধত্ব এবং চোখের বিকলতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে গোটা বিশ্বজুড়ে পালন করা হয়।