মোনায়েম খান, নেত্রকোণা : ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহসশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যের আলোকে বৃহস্পতিবার নেত্রকোনায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোক্তাপাড়া মাঠে অনুষ্ঠিত হয় আগুন নির্বাপন মহড়া। মহড়ার আয়োজন করে নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ , অতিরিক্ত জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মোঃ আশিক নুর, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল শিবলী সাদিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ রহুল আমিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার খানে আলম খান, সাবেক জেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, জেলা রেডক্রিসেন্টের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন। অনুষ্ঠান আয়োজনে ছিল মহিলা উন্নয়ন কেন্দ্র, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র, ব্র্যাক, রেডক্রিসেন্ট,ডেমিয়েন ফাউন্ডেশন,উদয়ন, উদয়ন সমিতি ,ওয়াল্ড ভিশন,পদক্ষেপ, উদ্দীপনসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।