নেত্রকোণা প্রতিনিধি : মদন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাতে আগুন দিয়ে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়ার চেষ্ঠা। অল্পের জন্য রক্ষা পেয়েছে বসতঘরে থাকা নারী-শিশু বৃদ্ধরা। গত ৯ অক্টোবর সোমবার দিবাগত রাত আনুমানিক ১১ ঘটিকার সময় মদন উপজেলার মাঘান পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া জানান রাতে রাস্তা দিয়ে হেঠে যাচ্ছিলাম সামনে দেখি রিপন মিয়ার বাড়ির পাশে আগুন। ডাক-চিৎকার দিয়ে বাড়ির লোকজনকে জাগিয়ে তুলি পরে সবাই মিলে আগুন নিবিয়ে দেই। এলাকা সূত্রে জানা গেছে, রিপন মিয়ার দলিল কৃত পৈত্রিক সম্পত্তি পাশের বাড়ির ভানু হোসেনের ছেলে মতিউর রহমান ও আব্দুল হালিম তার লোকজন দীর্ঘদিন ধরে মৃত সাহেদ আলীর বাড়ি ঘর জোরজবর দখল করে আসছে। এই নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। সাহেদ আলীর ছেলে রিপন মিয়া স্থানীয়ভাবে একাধিকবার শালিশ বৈঠক করেও কোনো বিচার পায়নী । ন্যায় বিচারের আশায় ভুক্তভোগী রিপন মিয়া আদালতে মামলা দায়ের করেন। গত সোমবার কোর্ট থেকে হাজিরা দিয়ে তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা কাজ শেষে যথারীতি ঘুমিয়ে পড়েন। রাত প্রায় এগাড়টার দিকে প্রতিপক্ষের লোকজন বসতঘরের পাশে বনের লাসে আগুন লাগিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা তার স্ত্রী, শিশু সন্তানসহ অন্যরা ইউপি মেম্বার রুবেলের ডাক-চিৎকারে দ্রত বেরিয়ে জীবন রক্ষা করেন। রিপন মিয়া অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের শত্রæতার জের ধরে মতিউর রহমান ও আব্দুল হালিম তার বাড়ির সামন দিয়ে মসজিদে যেতে নিষেধ করেছে ও তার লোকজন ভয়ভীতি দেখিয়ে বসতঘরে আগুন দেওয়ার হুমকি দিয়ে আসছিল।এরেই ধারাবাহিকতায় সোমবার রাত ১১টার দিকে তার বসতঘর সংলগ্ন বনের লাসে আগুন দিয়েছিল প্রতিপক্ষ মতিউর রহমান ও আব্দুল হালিম তার লোকজন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের করবেন বলে জানান।