মোনায়েম খান, নেত্রকোণা : আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ও বিশ্ব খাদ্যদিবস উপলক্ষে নেত্রকোণায় বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহায়তায় যুব, নারী ও কিশোরী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নিরাপদ খাদ্যমেলা,আলোচনা,খাদ্যবন্ধন,কুইজ প্রতিযোগিতা,খাদ্যবিতরণের মধ্যদিয়ে দিনটি উদযাপন করা হয়। মদন উপজেলা শাপলা কিশোরী সংগঠন,নেত্রকোণা সদর উপজেলার ফুলপাখি কিশোরী সংগঠন, অক্সিজেন যুবসংগঠন,বামনমুহা কৃষক সংগঠন, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের তারানগর গ্রামে বীজঘর ব্যবস্থাপনা কমিটি এর আয়োজনে নানান কর্মসূচীর মধ্যদিয়ে পালন করা হয় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ও বিশ্ব খাদ্যদিবস। এ বছরের প্রতিপাদ্য“ গ্রামীণ নারীরা বিশ্বব্যাপী জীবন যাত্রার ব্যয় সংকটের মুখামুখী” মদন উপজেলার দ.মদন গ্রামে শাপলা কিশোরী সংগঠনের উদ্যোগে আলোচনা, নিরাপদ খাদ্যমেলা, কুইজ প্রতিযোগিতার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। দ.মদনে নারীরা নিজের উৎপাদিত শাকসবজী,ফল দিয়ে স্টলের মাধ্যমে প্রদর্শনীর ব্যবস্থা করেন। গ্রামের নারীপুরুষ শিশু অংশগ্রহণ করে প্রদর্শনী দেখেন ও আলোচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নারীরা নিরাপদ খাদ্য, খাদ্যের সার্বভৌমত্ব,কৃষিপ্রতিবেশবিদ্যা বিষয়ক আলোচনায় অংশগ্রহন করে আটপাড়া উপজেলার নারী নেত্রী ফৌওজিয়া নাসরিন বলেন, গ্রামীণ নারীরাই যুগের যুগের যুব বসতভীটায়,বাড়ির আঙ্গিনায় সবজী চাষ করেন নিরাপদ খাদ্যের যোগান দিয়ে আসছে। দিন দিন জলবায়ু পরিবর্তন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদেরকে অভিযোজন করে ঠিকে থাকতে হচ্ছে এই হাওরে প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করেই ঠিকে থাকতে হচ্ছে এই গ্রামজনপদের মানুষকে। খাদ্য বিষয়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও মেলায় স্টল প্রদানকারী নারীদের মাঝে পেপে,মিষ্টিকুমড়া,ডাটা,শাক,কচুসহ নানা কৃষিপণ্যদিয়ে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে নারীপুরুষ শিশু মিলে ভ‚মি,খাদ্য ও জলবায়ু ন্যায্যতার দাবীতে বৈশ্বিক পদযাত্রায় অংশ গ্রহণ করেন।কলমাকান্দা উপজেলায় লেংগুরা ইউনিয়নের তারানগর এলাকায় রবিবার বীজ মেলা ও আলোচনা সভা হয়েছে। গ্রামীণ নারীরা বিশ্বব্যাপী জীবন যাত্রার ব্যয় সংকটের মুখামুখী” প্রতিপাদ্যকে সামনে রেখে মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন লেবিংসন নকরেক, এতে প্রধান অতিথির আসনে ছিলেন প্রবীণব্যক্তি বীর মুক্তিযোদ্ধা বদিন জাম্বিল। মেলায় ৩৬ রকমের ধান ও শাক সবজীর বীজ প্রদর্শন ও বিনিময় করা হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক কলমাকান্দা উপজেলা রিসোর্স সেন্টার এ বীজ মেলা আয়োজনে সহায়তা প্রদান করে। বীজ সংরক্ষণকারি তেনিফা রংদি ৩৩ প্রকার বিষ মুক্ত সবজী প্রদর্শন করে সকল কে হতবাক করে দেন। প্রধান অতিথির আসনে ছিলেন প্রবীণব্যক্তি বীর মুক্তিযোদ্ধা বদিন জাম্বিল বলেন, ‘আমাদের অনেক পাহাড়ী খাবার এখন নষ্ট হয়ে গেছে,হারিয়ে গেছে। পাহাড় আর পাহাড়ের মতো নেই। আমাদের জমি এখন বালিতে নষ্ট হয়ে গেছে। আগামি দিনগুলোতে খাদ্য সংকট দেখা দিবে।