
বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন বর্তমান সাংসদ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ আ,স,ম ফিরোজ। সোমবার বেলা ১১টায় উপজেলার ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের গণবিরোধী শিক্ষা নীতির বিরুদ্ধে আন্দোলন করে সফলতা পায়নি ছাত্র শিক্ষকরা। কিন্তু ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসলে তা বাস্তবায়ন করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার দেশ ও জনগনের পরিপন্থি কোন কাজ করেনা। প্রধানমন্ত্রী জনগনের কথা ভাবেন বলেই নিরলস কাজ করে যাচ্ছেন। গভর্নিংবডির সভাপতি আনিচুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র কলেজ অধ্যক্ষ মো. আবু জাফর, সহকারী কমিশনার ভূমি প্রতিক কুন্ড, দশমিনা উপজেলা ডা. ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মো. আলাউদ্দিন ও সাংবাদিক অহিদুজ্জামান ডিউক। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গভর্নিংবডির সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান প্রমূখ।