মদন (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার মদনে সাথীদের সাথে খেলা করতে গিয়ে তাসীম নামের তিন বছরের এক শিশু পানিতে ডুবে নিথর হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলার ফতেপুর ইউনিয়নের বিয়াশি গুচ্ছগ্রামের পূর্বপাশের হাওরে এ ঘটনা ঘটে। তাসীম বিয়াশি গুচ্ছ গ্রামের লিটন মিয়ার ছেলে। শিশু তাসীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি।
শিশুটির বড় ভাই শামীম জানান, মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তাসীম বাইরে খেলছিল। কিছুক্ষণ পর তাসীমকে দেখতে না পেয়ে আমরা বিভিন্ন জায়াগায় খোঁজাখুজি শুরু করি। এক পর্যায়ে গুচ্ছ গ্রামের পূর্বপাশের হাওরে তাসীমের লাশ ভাসতে দেখি। পরে তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মদন থানার ওসি মুহাম্মদ তাওহীদুর রহমান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।