মদন (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার মদন উপজেলার বালালী বাঘমারা শাহজাহান কলেজ এমপিও ভূক্ত না হওয়ায় শিক্ষক কর্মচারীদের পরিবারে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। ধার-দেনা ও দোকান বাকিতে চলছে পরিবারের ভরণ পোষন। দীর্ঘ সময়ে কলেজটি এমপিও না হওয়ায় বর্তমানে কলেজের শিক্ষক ও কর্মচারীগণ মানবেতর জীবন যাপন করছেন।
কলেজ সূত্রে জানা যায়, শিক্ষানুরাগী মরহুম বীর মুক্তিযোদ্ধা লে. কর্ণেল শাহজাহান উদ্দিন ভূঁইয়া ১৯৯৮ সালে এ কলেজটি প্রতিষ্ঠা করেন। ২০০০ সালে পাঠদানের স্বীকৃতি পায়। বর্তমানে কলেজে একাদশ শ্রেণিতে ৮৫জন, দ্বাদশ শ্রেণিতে ৩৩৭ জন শিক্ষার্থী রয়েছে। প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষসহ প্রভাষক ৯ জন ও কর্মচারী ৮ জন কর্মরত রয়েছেন।
২০২২ সালে এমপিও ভূক্তির জন্য আবেদন করে কলেজ কর্তৃপক্ষ । শর্ত পূরণ না হওয়ায় প্রথম পর্যায়ে তালিকাভূক্ত হয়নি। পরে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর এমপিও নীতিমালা-২০২১ এর বিধি ২২ মোতাবেক সংস্থা কর্তৃক পরিচালিত ও হাওর এলাকার প্রতিষ্ঠান হিসেবে শর্ত শিথিল করে প্রতিষ্ঠানটিকে এমপিওভূক্ত করার জন্য আপীল আবেদনও করা হয়েছিল। সর্বশেষ ১৭ অক্টোবর ২০২৩ তারিখ আপীল আবেদনকৃত প্রতিষ্ঠান গুলোর মধ্যে ৯১টি প্রতিষ্ঠানকে বিধি-২২ এর আলোকে সকল শর্ত শিথিল করে এমপিওভূক্ত করা হলেও এ কলেজটি এমপিওভূক্ত করা হয়নি। এতে শিক্ষক ও কর্মচারীদের মনোবল ভেঙে গেছে ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সাবেক ইউপি চেয়ারম্যান ফখরউদ্দিন উদ্দিন আহম্মদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমসহ অনেকেই জানান, কলেজটি হাওর অধ্যুষিত অনুন্নত এলাকায় গড়ে উঠায় ঝড়ে পড়া শিক্ষার্থী ও নারীদের শিক্ষা গ্রহণের সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু কলেজে কোন তহবিল না থাকায় এবং ব্যক্তিগত বা সরকারি-বেসরকারি কোন অনুদান না থাকায় শিক্ষক-কর্মচারীদের আর্থিকভাবে তেমন কোন সুযোগ-সুবিধা দেয়া সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীদের নিকট থেকে প্রাপ্ত অর্থে কলেজটি চালাতে হয়। অধিকাংশ শিক্ষার্থীদের বিনা বেতনে পড়াতে হয়। বিনা বেতনে শিক্ষক-কর্মচারীরা কলেজে শিক্ষা কর্যক্রম শুরু করলেও এমপিওভূক্ত না হওয়ায় কাজে মনোযোগ হারাচ্ছে। অনগ্রসর এলাকায় শিক্ষার মান উন্নয়নের লক্ষে প্রতিষ্ঠানটিকে বিশেষ বিবেচনায় দ্রæত এমপিওভূক্ত করা জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
কলেজ অধ্যক্ষ মামুন সিরাজুল কাদের বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের সকল শর্ত পূরণ করেই আমরা এমপিও’র জন্য আবেদন করেছিলাম। কিন্তু পাইনি। এমপিও না পেয়ে আমরা শিক্ষক কর্মচারী খুবই কষ্টে আছি। পরিবার চালানোও খুবই কষ্ট হচ্ছে। অনেকে অবসর নিয়েছে। আবার কেউ মারাও গেছেন।
মদন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল বারী বলেন, অনুন্নত এলাকায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বালালী বাঘমারা শাহজাহান কলেজ এমপিওভুক্ত হওয়া উচিত।
কলেজটির গভর্নিং বডির সভাপতি মোঃ হাবিবুর রহমান বলেন, এমপিওভুক্তি না হওয়ায় কলেজটিকে ঠিকিয়ে রাখা খুবই কঠিন। কলেজের কোন ফান্ড না থাকায় শিক্ষক-কর্মচারীদেরকেও তেমন কোন আর্থিক সুবিধা প্রদান করা সম্ভব হয় না। মাননীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান শিক্ষার ব্যাপারে খুবই নিবেদিত। উনার প্রচেষ্টায় দ্রুত কলেজটি এমপিওভূক্ত হবে আমাদের দৃঢ় বিশ্বাস