ব্রেকিং নিউজঃ

বাউফলে ডায়গনস্টিক সেন্টারে আগুন

বাউফল প্রতিনিধিঃ বাউফল পৌর শহরের কবরস্থান রোড এলাকায় হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে তিনতলা ভবনটির নিচতলা সম্পূর্ণ ভাবে ভস্মিভূত হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকালে বৈদ্যুতিক শটশার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক প্রায় ২০ লাখ টাকা।ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ জলিলুর রহমান জানান, তিনতলা বিশিষ্ট ভবনের নিচতলা ও দোতালায় ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক পরিচালিত হতো। তিনতলায় ভবনের মালিক বসবাস করেন। ঘটনার দিন সকাল ৫টার দিকে নিচতলার হেলথ কেয়ার ফার্মা( ফার্মেসি) থেকে বিদ্যুতের শটশার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং তা মূহূর্তের মধ্যে ভবনের অন্যান্য জায়গায় ছড়িয়ে পরে। অগ্নিকান্ডে ডায়াগনস্টিক সেন্টারের অভ্যার্থনা কক্ষ, ডাক্তার চেম্বার, এসি, ফানির্চার ও ডেকরেশনের মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*