মদন (নেত্রকোনা) সংবাদদাতা : হাওর জনপদের কবি মোখলেছ উদ্দিন। তার শেষ ইচ্ছা ছিল সাবেক রাষ্ট্রপতি এডভোটেক আব্দুল হামিদকে নিয়ে লেখ্ াহাওর বাংলা সোনার মানুষ মহাকাব্যে ১৭শ লাইনের ৮০ পৃষ্টার বইটি নিজহাতে তুলে দিবেন। মঙ্গলবার কবি মোখলেছ উদ্দিন রাষ্ট্রপতির হাতে বইটি তুলে দিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। বৃহস্পতিবার মদন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আলোচনা কালে তিনি এ বর্ণনা দেন। তিনি বলেন, আমার জীবনের শেষ ইচ্ছা পূরণ হল। আমি রাষ্ট্রপতির নেক আয়াত কামনা করি। কবি মোখলেছ উদ্দিন মদন উপজেলার চানঁগাও ঠাকুরবাড়ির মরহুম আব্দুর রউফ এর ছেলে। এ পর্যন্ত একক ও যৌথ তাঁর ৮টি বই প্রকাশিত হয়েছে।