
মোনায়েম খান ,নেত্রকোনা : জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রশিক্ষণের সমাপনী আইন-বিধির প্রয়োগ এবং BDRIS Software এর ব্যবহার সংক্রান্ত দুই দিনব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেষ হয় । এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদুল হাসান, রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, ডেপুটি রেজিস্ট্রার জেনারেল (যুগ্মসচিব), রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন স্থানীয়, সরকার বিভাগ। উক্ত প্রশিক্ষণে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিবগণ অংশগ্রহণ করেন।